রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেননি মেসি। আর্জেন্টিনার হয়ে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচের দলে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষেও প্রীতি ম্যাচে খেলবেন না তাও আগেই জানা ছিল। জানা নেই কেবল, মেসি আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে ফিরবেন কিনা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং অন্তবর্তীকালীন কোচ স্কালোনি অবশ্য তাকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন। কোপা আমেরিকার আগে ফিরতে পারেন বলে গুঞ্জনও আছে। কিন্তু মেসির সাবেক কোচ ম্যারাডোনা জানালেন, তিনি মেসিকে বলবেন আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার জন্য। ম্যারাডোনার মতে, আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৫ দল হারলেও মেসির দোষ। দেশটির ঘরোয়া ফুটবল বোকা জুনিয়র্সের ম্যাচ নিয়ে কোন ঝামেলা হলে দোষী কে; মেসি। আর তাই মেসির সাদা-আকাশি জার্সি পরে শক্তি নষ্ট করার মানেই হয় না। সংবাদ মাধ্যম ক্লারিনকে এমনটাই বললেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। বর্তমানে তিনি মেক্সিকোর একটি দ্বিতীয় বিভাগের ক্লাবের কোচিংয়ের দায়িত্বে আছেন। দলটিকে প্রথম বিভাগে আনার চ্যালেঞ্জ নিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া ফুটবলার ম্যারাডোনাকে প্রশ্ন করা হয় মেসিকে এই মুহূর্তে আপনার কি বলার আছে? জবাবে ম্যারাডোনা বলেন, দেশের হয়ে খেলা অনেক হয়েছে। আর না। এবার নিজেকে আর্জেন্টিনা দল থেকে প্রত্যাহার করে নাও। দল হারার সবদোষ মেসিকে নিতে হয় জানিয়ে ম্যারাডোনা বলেন, যদি আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৫ দল হারে দোষ কার, মেসির। যদি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বোকা জুনিয়র্সের কারণে কোন সূচিতে সমস্যা হয়, দোষ কার; মেসির। আমি তাকে বলবো, আর খেলো না দেশের হয়ে। এটা শুনতে পাগলের মতো লাগবে কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দেখাক মেসিকে ছাড়া খেলার সাহস তারা রাখে। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক এবং কোচ বলেন, হ্যাঁ, আমি চাই সে আমাদের সকলকে গর্তে ফেলে যাক। কারণ বিশ্বকাপ জিততে না পারার দায় কেবল মেসির একার না। তাকে নিয়ে দলের অনেক আশা। কিন্তু যখন দল প্রতিযোগিতায় নামবে ভাবতে হবে আমার বাজির ঘোড়াই জিতবে, কিন্তু না পারলে ভাবতে হবে সেরা আটে (আর্জেন্টিনা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বিদায় নেয়) থেকে শেষ করেছে। আসলে মেসি তো কোন কিছুর জন্য দায়ী না। অন্য কেউ যদি শিরোপা জয়ের প্রেরণা হারিয়ে ফেলে সে দায় মেসির কেনো হবে। তথ্যসূত্র: সমকাল একে/০৭:১০/০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QgMc2w
October 02, 2018 at 01:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন