এশিয়া কাপে বিরাটকে বিশ্রাম দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন কোচ

নয়াদিল্লি, ২ অক্টোবরঃ‌ ক্লান্তি কাটাতে এশিয়া কাপ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। এশিয়া কাপ থেকে কোহলিকে বিশ্রাম দেওয়ার কারণ বলতে গিয়ে একথাই জানালেন কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ডে লম্বা সিরিজের পর তাই অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। বিরাটের নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে বিশ্রামের পর ফিট অ্যান্ড ফ্রেশ বিরাটকে পাওয়া যাবে। স্স্ত্রী আরও বলেন, বিরাট মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ওর বিশ্রামের প্রয়োজন ছিল। ক্রিকেট থেকে কিছুদিন বিরাটের দূরে থাকার প্রয়োজন ছিল। সেকারণেই বিরাটকে বিশ্রাম দেওয়া হয়। এরপরই শাস্ত্রীর সংযোজন, ‘‌দলের বাকি ক্রিকেটারদেও আমরা বিশ্রাম দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরা এবং ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।’‌

রাজকোটে ৪ অক্টোবর শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। ইংল্যান্ডে টেস্ট সিরিজে রান পাননি বলেই এই সিরিজে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হয়েছে। দলে একমাত্র উইকেটরক্ষক ঋষভ পন্থ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NZHVUs

October 02, 2018 at 06:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top