কলকাতা, ০২ অক্টোবর- গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ শেষ হওযার আগেই সংস্কার করা হবে বেলেঘাটার গান্ধী ভবন। তার জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার মঙ্গলবার গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বেলেঘাটা গান্ধী ভবনের অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানে তিনি বলেন, যেদিন ভারত স্বাধীন হয় সেদিন এই বেলেঘাটার গান্ধীভবনেই ছিলেন তিনি। তাই স্বাধীন ভারতের ইতিহাসে এই গান্ধী ভবনের মাহাত্ম অনেক বেশি। মহত্মা গান্ধীর স্মরণে তমলুকে বিশ্ববিদ্যালয় তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি। কারণ যে তিনটি জায়গায় আগে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তারমধ্যে একটি জায়গা ছিল তমলুক। সেকারণেই তমলুকে গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তথ্যসূত্র: আজকাল একে/০৬:৪০/০২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DXDpSa
October 03, 2018 at 12:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন