এবার স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। অভিযোগে তিনি দাবি করেছেন, হাসিন নাকি তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। সামির বিরুদ্ধে চলতি বছরের শুরুতেই বিবাহবহির্ভূত সম্পর্ক, মারধর, ধর্ষণ, চেক জালিয়াতির মতো বেশ কয়েকটি মারাত্মক অভিযোগ আনেন স্ত্রী হাসিন। এ বিষয়টি শেষমেশ আদালত পর্যন্ত গড়িয়েছে। বর্তমানে মামলাটির বিচারকাজ চলছে। এবার হাসিনের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ আনলেন তার স্বামী ক্রিকেট তারকা মোহাম্মদ সামি। ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসিন তার স্বামী সামিকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন! স্ত্রীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে সামি নিজের সুরক্ষার জন্য আবেদন করেছেন আমরোহার জেলা ম্যাজিস্ট্রেট হেমন্ত কুমারের কাছে। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একজন বন্দুকধারী নিরাপত্তারক্ষী চেয়ে এ আবেদন করেছেন সামি। সামির দাবি, বিভিন্ন জায়গা থেকে তাকে খুনের হুমকি দেয়া হচ্ছে। তার অভিযোগের তীর স্ত্রীর দিকেই।ৎ সূত্র: এবেলা এমএ/ ০৬:৩৩/ ০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NhNMPX
October 03, 2018 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top