তিন রাজ্যের শিশুদের বিষাক্ত পোলিও টিকা দেওয়া হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২ অক্টোবরঃ শিশুদের দেওয়া হয়েছিল পোলিও টিকা। কিন্তু সেই টিকা থেকে এখন শিশুর শরীরে রোগ বা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, যে পোলিও টিকা তাদের দেওয়া হয়েছিল তার বেশ কয়েকটি ভায়াল ছিল বিষাক্ত। সেখানে জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে৷ কয়েকদিন আগে তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে পোলিও টিকাকরণ কর্মসূচি সম্পন্ন হয়৷ গাজিয়াবাদে যে কোম্পানিকে ওই টিকার দায়িত্ব দেওয়া হয় জানা গিয়েছে, ওই টিকার বেশ কয়েকটি ভায়ালে টাইপ টু পোলিও জীবাণু রয়েছে। ঘটনার পর নড়েচড়ে বসে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব শিশুদের টিকা দেওয়া হয়েছিল অবিলম্বে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সংস্থার এক এমডিকে। বাকি চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NlCRVC

October 02, 2018 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top