পাটনা, ১২ অক্টোবরঃ ডাইনি অপবাদে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। বিহারের সীতামারহির শিভার গ্রামের ঘটনা। জানা গিয়েছে, তান্ত্রিকের পরামর্শতেই পরিবার ওই মহিলাকে খুন করে।
শিভার গ্রামের বাসিন্দা ৩০ বছরের সবিতা দেবীকে তাঁরই দেওর সুনীল মুখিয়া খুন করে বলে অভিযোগ। জানা গিয়েছে, সুনীলের স্ত্রীর সন্তান না হওয়ায় তারা এক স্থানীয় তান্ত্রিকের দ্বারস্থ হয়। ওই তান্ত্রিক তাদের জানায়, সুনীলের বৌদি সবিতা ডাইনি এবং তিনি ডাইনিবিদ্যা অভ্যাস করেন। সে জন্যই সুনীল ও তার স্ত্রীর সন্তান হচ্ছে না। তান্ত্রিক পরামর্শ দেয়, ভগবানকে সন্তুষ্ট করতে হলে সবিতা দেবীর বলি চড়াতে হবে। তবেই সুনীলের পুত্রসন্তান হবে। তান্ত্রিকের কথামতোই সবিতা দেবীকে খুন করে তাঁর দেওর।
এই ঘটনায় সুনীল, তার স্ত্রী, সুনীলের ছোটো ভাই বীরু এবং ওই তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সবিতা দেবীর মা। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে সীতামারহি পুলিশ। সবিতা দেবীর স্বামীকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ধৃতরা তাদের দোষ স্বীকারও করেছে বলে জানিয়েছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CGfg0Y
October 12, 2018 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন