প্রবল তুষারপাতে বন্ধ মানালি-লেহ হাইওয়ে

নয়াদিল্লি, ১২ অক্টোবরঃ হিমাচল প্রদেশের সিমলা-মানালি, লেহ উপত্যকায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে প্রবল তুষারপাত। বন্ধ করে দেওয়া হয়েছে মানালি-লেহ হাইওয়ে। যার জেরে প্রবল যানযটের শিকার স্থানীয়রা ও বহু পর্যটক। ভারী তুষারপাতের জেরে ক্ষতিগ্রস্ত জনজীবন। বিধ্বস্ত স্বাভাবিক জীবনযাত্রা। লাহৌল উপত্যকায় ৫০ শতাংশ আপেল, বাঁধাকপি, ফুলকপি ও আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারের বেশি আপেল গাছে ভেঙে গিয়েছে।

জানা গিয়েছে, প্রবল তুষারপাতের জেরে পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে লাহৌল উপত্যকা। ৬ সেমি পুরু বরফ জমে গিয়েছে লাহৌল-স্পিতি জেলার হেডকোয়ার্টাস কেলঙয়ে। প্রায় ১৫ সেমি পুরু বরফে ঢাকা পড়েছে ককসার, রোহটাঙ। জিসপা, দারছা, বারালাছা পাসও ঢেকেছে বরফে। কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে কেলঙ-লেহ হাইওয়ে বেশ।

তুষারপাতের জেরে কেলঙের তাপমাত্রা প্রায় মাইনাস ১ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। তাপমাত্রা কমেছে ডালহৌসি (৩.৮), কুফরি (৩.৯), কালপা(৪), মানালি (৬.৬)-তেও। সিমলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্বাভাবিকের তুলনায় হিমাচল প্রদেশে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। আগামী ৬দিন ধরে টানা বরফ পড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cfq6JY

October 12, 2018 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top