মুম্বাই, ১২ অক্টোবর- সাজিদ খান পরিচালনায় তৈরি হচ্ছিল হাউজফুল ৪৷ ছবির গোটা টিমকে নিয়ে সাজিদ শ্যুটিংয়ের আস্তানা গেড়েছিলেন ইতালিতে৷ অক্ষয় সহ সেইখানে ছিলেন অক্ষয় কুমার, কৃতী স্যানন, কৃতী খারবান্দা, নানা পাটেকার, ববি দেওল সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরা৷ ইতালির শ্যুটিং স্কেডিউল শেষ করেই ফিরতেই অক্ষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে তিনি হাউজফুল ৪এর শ্যুট বন্ধ করে দিয়েছেন৷ ২৮ বছরের কেরিয়ারে এই প্রথম শ্যুট ক্যানসেল করলেন খিলাড়ি কুমার৷ তাঁর কথায়, তিনি এমন কোনও মানুষের সঙ্গে কাজ করত উৎসাহি নন যারা মহিলাদের হেনস্থা করেছেন৷ ট্যুইটারে একটি পোস্টে অক্ষয় লিখেছেন, গতকাল রাতে আমি দেশে ফিরেছি৷ প্রত্যেকটা খবরই আমার চোখে পড়েছে৷ সবকটাই একই রকমভাবে ভীষণই বিরক্তিকর৷ আমি হাউজফুল ৪র প্রযোজকদের অনুরোধ করে শ্যুটিং বন্ধ করে দিয়েছি৷ যতক্ষণ না তদন্ত হচ্ছে আমি শ্যুটিং করব না৷ আমি কোনও মানুষের সঙ্গে কাজ করতে চাই না যাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এসেছে, এবং যারা সত্যিই এই ঘটনায় দোষী৷ অক্ষয়ের এই পোস্টের পর তাঁর প্রশংসায় ভরছে ট্যুইটার ফিড৷ পাশাপাশি উঠছে অভিযোগও৷ একাংশের মতে, #MeToo মুভমেন্টে এক মাস হল বলিউডে শুরু হয়েছে৷ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের জেরে প্রত্যেকে নানা পাটেকার থেকে আলোকনাথের বিষয়ে জানতে পারছে৷ কিন্তু অক্ষয় কুমার সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক তো বলিউডের ভেতরের মহলের লোক৷ তাঁদের তো সবই জানার কথা, তাহলে প্রত্যেক মেয়েরা প্রতিবাদ জানাবার পরই কেন অক্ষয় কুমার, আমির খান এরকম পদক্ষেপ নিচ্ছেন৷ প্রতিবাদ যদি করারই হত তাহলে তাঁরা তো প্রথম থেকেই সব জানত, প্রথম থেকেই করতে পারত৷ এত দেরি কেন করলেন তাঁরা? অন্যদিকে অক্ষয়ের পোস্টের পর পরই খবর পাওয়া গেল, হাউজফুল ৪এর ডিরেকশন থেকে পিছিয়ে এসেছেন সাজিদ খান৷ সাজিদ ট্যুইটারে একটি পোস্ট করে লিখেছেন, আমার বিরুদ্ধে যা যা অভিযোগ এসেছে তা আমার এবং আমার পরিবারের উপর গভীর প্রভাব ফেলেছে৷ এমনকি আমার আগামী ছবি হাউজফুল ৪র প্রযোজক এবং স্টারকাস্টও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত৷ যতদিন না আমি এই অভিযোগ গুলোকে ভুল প্রমাণ করতে পারছি ততদিন আমার মনে হয় এই ছবির ডিরেক্টোরিয়াল পোস্ট থেকে সরে দাঁড়ানো উচিত৷ সেটাই করলাম আমি৷ আর আপনাদের কাছে অনুরোধ, দয়া করে পুরো ঘটনা না জেনে কোনও মন্তব্য করবেন না৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৭:০০/১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A6XEZq
October 13, 2018 at 12:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন