শিলিগুড়ি,২৮ অক্টোবরঃ পুলিশ ঘুরে গেলেও ‘ডোন্ট কেয়ার’ মুডে মাতাজি। এতদিন ঘরের ভেতর ব্যবসা চললেও শনিবার ওই মহিলা সারাদিন ঘরের সামনে রাস্তার ধারে বসে গাঁজার পুরিয়া বিক্রি করল। পুলিশ আসা প্রসঙ্গে তার সাফ কথা, ‘পুলিশ নিয়ে কোনো ভয় নেই। নেশার জন্য এখানে এলে কেউ ফিরে যাবে না।’ এদিকে এই চক্র বন্ধ করতে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে । গার্জেনস ফোরাম অফ নর্থ বেঙ্গল থেকেও এবিষয়ে সোমবার মহকুমাশাসকের সঙ্গে দেখা করা হবে।
স্থানীয় বাসিন্দা রূপকুমার সিংহ বলেন, ‘এদিন সকালেই পুলিশের একটি ভ্যান মাতাজির বাড়ির সামনে এসে হাজির হয়। কিছুক্ষণ পর সেই ভ্যান চলে যায়। এরপরই মাতাজির উপস্থিতিতে তার অনুরাগীরা বস্তার মধ্যে কিছু সামগ্রী একটি টোটোতে তুলে দেয়।’ টোটো যাওয়ার পর গাঁজা সহ পুরিয়া বানানোর সামগ্রী নিয়ে ঘরের সামনে রাস্তার ধারে বসে সে ব্যবসা শুরু করে। এতদিন ঘরের মধ্যে থেকে করলেও এদিন ঘরের বাইরে এই ব্যবসা কেন? এই প্রশ্নের উত্তরে ওই মহিলা চড়া সুরে বলে, ‘কোনো ভয় নেই, পুলিশ কিছু করতে পারবে না। আমি ওদের সামনেই এতদিন ধরে এই ব্যবসা করছি।’
দার্জিলিং মোড় থেকে সুকনা পর্যন্ত শিলিগুড়ির অঘোষিত এডুকেশন হাব ঘিরে মাদক কারবারিদের দাপাদাপিতে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিচালকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। জ্ঞানজ্যোতি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, ‘আমরা এলাকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এর বিরুদ্ধে একজোট হওয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হব।’ গার্জেনস ফোরাম অফ নর্থ বেঙ্গল-এর তরফ থেকেও এ বিষয়ে আগামী সোমবার মহকুমাশাসকের সঙ্গে দেখা করা হবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি সন্দীপন ভট্টাচার্য। পুলিশ কমিশনার ভরতলাল মিনা এদিন বলেন, ‘বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখব।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OXmtjG
October 28, 2018 at 08:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন