কাশ্মীরে সক্রিয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চার স্নাইপার, জানাচ্ছে গোয়েন্দা সংস্থা

শ্রীনগর, ২৮ অক্টোবরঃ জইশ-ই-মহম্মদ(জেইএম)-এ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চার স্নাইপার বন্দুকধারী সন্ত্রাসবাদী যুক্ত হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ১৮ সেপ্টেম্বর পুলওয়ামায় এই চার স্নাইপার বন্দুকধারী সন্ত্রাসবাদী ঢুকেছে। মোট দুটি দল ঢুকেছে। যেখানে প্রতিটি দলে দুজন করে স্নাইপার বন্দুকধারী রয়েছে। তাদের মদত যোগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসএই। এই সন্ত্রাসবাদীদের সঙ্গে রয়েছে এম-ফোর কারবাইনের মত উন্নত বন্দুক। যা আফগানিস্তানে মোতায়েন মার্কিন যৌথ বাহিনী ব্যবহার করে। গোয়েন্দাদের অনুমান, এই অস্ত্রগুলি আফগানিস্তান থেকেই জেইএম-কে সরবরাহ করছে তালিবান সন্ত্রাসবাদী গোষ্ঠী। পাশাপাশি এতে মদত রয়েছে পাকিস্তানি সেনারও। এছাড়া তাদের হাতে নাইট ভিশন বাইনোকুলারও রয়েছে। যা স্নাইপারেও কাজ করে। রয়েছে উন্নতমানের মাবাইল ফোন। নতুন এই স্নাইপার বন্দুক দিয়ে খুব সহজেই ৫০০ থেকে ৬০০ মিটার দুর থেকে নিশানা করতে পারে সন্ত্রাসবাদীরা। বিশেষ গাইড লাইন জারি করা হয়েছে সেনা ও নিরাপত্তা কর্মীদের জন্য। দেওয়া হয়েছে উন্নতমানের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট। প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোতে নিষেধ করা হয়েছে এলওসি-তে মোতায়েন নিরাপত্তা কর্মীদের।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Rg4wcG

October 28, 2018 at 07:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top