ঢাকা, ৩১ অক্টোবর- জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ একটি সুখবর পেল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজুর রহমানের কনুইয়ের ইনজুরি মারাত্মক কিছু নয়। আসছে ৩ নভেম্বর, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে কোনো বাধা নেই বাঁ-হাতি এই পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালেই কনুইয়ে চোট পান মুস্তাফিজ। এরপর এই ব্যথার কারণেই তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাকে একাদশের বাইরে রাখা হয়। মুস্তাফিজ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। স্ক্যান রিপোর্ট থেকে বড় কোনো সমস্যার দেখা মেলেনি। তাই আজই তিনি সিলেটে টেস্ট দলের সাথে যোগ দেবেন। সর্বশেষ গেল ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন মুস্তাফিজ। এরপর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে তাকে রাখা হয়নি। ২০১৫ সালের জুলাইয়ে অভিষিক্ত মুস্তাফিজ এখন অবধি খেলতে পেরেছেন মাত্র ১০টি টেস্ট। বলা যায়, সিলেটে ইনজুরি মুক্ত মুস্তাফিজের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিত্সক ডাক্তার দেবাশীষ চৌধুরী ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে মুস্তাফিজের ব্যাপারে আশ্বস্ত করে বলেন, আমরা মুস্তাফিজের স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছি। এখানে আমরা বড় কোনো সমস্যা দেখছি না। ও প্রথম টেস্ট থেকেই খেলার জন্য ফিট। ওকে আমরা কিছুদিনের বিশ্রাম দিয়েছিলাম। ব্যথাটা বিশ্রামের ফলেই সেরে উঠছে। অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে সিলেটের শুরুর দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ আঙুলের ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের আরেকটি ইনজুরির কারণে নেই ওপেনার তামিম ইকবালও। ইনজুরির এই মিছিলে মুস্তাফিজও সামিল হলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজটা নিঃসন্দেহে আরেকটু তীব্র হত! তথ্যসূত্র: ইত্তেফাক এমইউ/০৯:২৫/৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q9wFSv
October 31, 2018 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top