জুভেন্টাসে সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাবটিতে পাড়ি জমিয়ে লিগে মাত্র ১০টি ম্যাচ খেলেই জুভেন্টাসের ৬০ বছরের পুরনো একটি রেকর্ডে ভাগ বসালেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ইতালিয়ান লিগে ইতোমধ্যে সাত গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। রোনালদোর আগে জুভেন্টাসের হয়ে লিগে প্রথম ১০ ম্যাচে সাত গোল করেছিলেন জন চার্লস। সেটিও প্রায় ৬০ বছর আগে ১৯৫৭-৫৮ ইতালিয়ান লিগ মৌসুমে। চার্লস সেই মৌসুম শেষ করেছিলেন ২৮ গোল নিয়ে। জুভেন্টাসের হয়ে কার্লস তেভেজে, ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ, ত্রেজেগেতের মতো কিংবদন্তি ফুটবলাররাও ইতালিয়ান লিগ মাতিয়েছেন। কিন্তু কেউই প্রথম ১০ ম্যাচে সাত গোল করত পারেননি। হিগুয়াইন, কার্লস তেভেজ, ইনজাঘি করেছিলেন ছয় গোল করে। ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ, ডেভিড ত্রেজেগেত তুরিনের বুড়িদের হয়ে প্রথম ১০ ম্যাচে লিগে করেছিলেন পাঁচ গোল। রোনালদো এখন নিজেকে কোথায় গিয়ে থামান সেটি মৌসুম শেষেই বোঝা যাবে। লিগে সাত গোল করেও বর্তমানে ইতালিয়ান লিগের গোলদাতার তালিকায় শীর্ষে নেই সিআরসেভেন। ৯ গোল করে বর্তমানে সেরি আর সর্বোচ্চ গোলদাতা জেনোয়ার কিরজিস্তফ পিয়াতেক। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qjNoY7
October 31, 2018 at 03:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন