কলকাতা, ০৫ অক্টোবর- লোকসভা ভোটের আগে দলের সংগঠনিকস্তরে বেশ কিছু রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো৷ দায়িত্ব বাড়ল শুভেন্দু অধিকারীর৷ দলের দক্ষিণ২৪ পরগনা জেলার দায়িত্ব থেকে অপসারিত শোভন চট্টোপাধ্যায়৷ ওই জেলার তৃণমূল সভাপতি করা হল সদ্য রাজ্যসভার সংসদ হওয়া শুভাশিস চক্রবর্তীকে৷ পারিবারিক জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তাঁর কাজেও ঘনিষ্টদের কাছে অসন্তুোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই পরিবেশ দফতরের মন্ত্রীত্বের দায়িত্ব শোভনবাবুর থেকে কেড়ে নেন মুখ্যমন্ত্রী৷ সেই দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে৷ তখনই স্পষ্ট হয় দলে শোভনের গুরুত্ব যেমন কমছে তেমনই বাড়ছে শুভেন্দুর দায়িত্ব৷ এদিন তৃণমূলের কোর কমিটির বৈঠকের পর সেই জল্পনায় শিলমোহর পড়ল৷ জেলা সভাপতির পদ থেকে সরানো হলেও বিষয়টিকে প্রিয় কাননের অপসারণ বলে মানতে নারাজ দলনেত্রী৷ তিনি বলেন, শুভাশিস চক্রবর্তী জেলার দায়িত্বে এলেন৷ তাঁকে কাজে সাহায্য করবেন প্রাক্তন সভাপতি শোভন চট্টোপাধ্যায়৷ জেলায় দলের পর্যবেক্ষকের ভূমিকায় থাকছেন কলকাতার মেয়র৷ শোভনকে নিয়ে বিতর্কের প্রভাব দলে উপর পড়ছে৷ তাই কৈশলে তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷ গত পঞ্চায়েতে নদিয়া ও ঝাড়গ্রামে ভাল ফল করেছে বিজেপি৷ তাই দেরি করতে রাজি নন নেত্রী৷ সংগঠন পোক্ত করতে ওই দুই জেলার দায়িত্বে দেওয়া হল পোড় খাওয়া শুভেন্দুকে৷ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে নদিয়া, ঝাড়গ্রামে ও পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের সংগঠন দেখবেন পরিবহনমন্ত্রী৷ বাংলা কোচবিহারে সংগঠন দেখভালের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে যবু তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি সাহায্য করবেন সুব্রতবাবুকে৷ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর৷ নজরে ২০১৯-এর লোকসভা৷ এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার যেসব জেলায় গেরুয়া নিশানের অল্প বিস্তারও লক্ষ্য করা গিয়েছে সেখানে সংগঠন মজবুত করতে দলের প্রথম সারির নেতাদের বাড়তি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মমতা৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৯:১৫/০৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Crs76P
October 06, 2018 at 03:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন