লখনউ, ৪ অক্টোবরঃ তিনটি পৃথক মামলায় তিনজন ডাক্তারের প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করেছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ আদালত। তাদের অপরাধ ছিল একটাই। দুর্বোধ্য হাতের লেখা।
গত সপ্তাহে সীতাপুর, উন্নাও ও গোন্ডা জেলার তিন হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে হওয়া তিনটি মামলার শুনানি হয় আদালতে। অভিযোগ, ডাক্তাররা আহতদের যে রিপোর্ট লিখেছেন, তা ‘দুর্বোধ্য’। কারণ হাতের লেখা অত্যন্ত খারাপ।
একে আদালতের কাজে বাধা হিসেবে মনে করছে বেঞ্চ। আদালত সমন পাঠায় উন্নাওয়ের ডা. টিপি জয়সওয়াল, সীতাপুরের ডা. পিকে গোয়েল ও গোন্ডার ডা. আশিস সাক্সেনাকে। তাঁদেরকে আদালতের লাইব্রেরিতে ৫,০০০ টাকা করে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সঞ্জয় হরকৌলির বেঞ্চ।
হাতের লেখা খারাপ হওয়ার পেছনে ডাক্তারদের যুক্তি তেমন শক্তিশালী ছিল না। ভবিষ্যতে যাতে প্রেসক্রিপশন লেখার বিষয়ে চিকিত্সকরা সতর্ক থাকেন সেদিকটি নজরে রাখতে বলেছে আদালত। কম্পিউটারের মাধ্যমে প্রেসক্রিপশন লেখা যায় কিনা সেবিষয়টিও খতিয়ে দেখতে বলেছে। স্বরাষ্ট্রসচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NjTO2F
October 04, 2018 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন