কলকাতা, ০৪ অক্টোবর- নিমতলা মহাশ্মশান বন্ধ থাকা ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভার অধিবেশন৷ শ্মশান বন্ধ থাকার প্রতিবাদ করে মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের বিবৃতি দাবি করেন বাম কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ ওয়েলে নেমে রীতিমতো বিক্ষোভ দেখা এই বাম কাউন্সিলর৷ বিক্ষোভ দেখানোর সময় দেবাশিস বাবু চেয়ারপার্সন মালা রায়ের টেবিল চাপড়ান। এর পরেই তৃণমূল কাউন্সিলরা ওয়েলে নেমে এসে বামেদের ও দেবাশিস বাবুর টেবিল চাপড়ানোর বিরোধিতা করতে শুরু করেন৷ দুপক্ষের বচসা শুরু হয়৷ বচসা ক্রমশ গড়ায় হাতাহাতিতে৷ দু তরফেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইতিমধ্যেই পুর আইন অনুযায়ী বাম কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবারের অধিবেশন থেকে বহিষ্কার করা হয়৷ চেয়ারপার্সন মালা রায় তাঁকে বহিষ্কার করেন৷ পরে মেয়র শোভন চট্টোপাধ্যায় অধিবেশনের নেতা হিসাবে বিরোধী বাম কাউন্সিলর দেবাশিস বাবুর আচারণের কারনে দুখঃপ্রকাশ করেন৷ পরে ক্ষমা চান তিনি এবং দেবাশিস বাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানান শোভন চট্টোপাধ্যায়৷ ফের অধিবেশনের স্বাভাবিক কাজ শুরু হয়৷ এর দিন কয়েক আগে, দাহ কার্যে উপকরণ সরবরাহকারী সংস্থার বরাত নিয়ে ঝামেলা শুরু হয় নিমতলা মহাশ্মশানে৷ বরাত না মেলায় আগের সংস্থার বিরুদ্ধে শ্মশানের মধ্যে গন্ডগোল, শ্মশান কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে৷ তার জেরে সোমবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ থাকে নিমতলা মহাশ্মশান। চরম হয়রানির শিকার হতে হয় সত্কারের জন্য শ্মশানে আসা মৃতদের আত্মীয়দের৷ এদিন সকালে পুরনো সংস্থার কর্মীরা শ্মশানের মধ্যে ঢুকে বরাত না মেলায় বিক্ষোভ দেখাতে শুরু করে৷ অভিযোগ তালা ঝুলিয়ে দেওয়া হয় শ্মশানের মূল ফটকে। কাজ না করার জন্য হুমকি দেওয়া হয় কর্মীদের। ফলে প্রায় তিন ঘন্টা বন্ধ হয়ে যায় নিমতলা শ্মশানের কাজ। দেহ নিয়ে ফিরে যেতে বাধ্য হন সত্কারের কাজে আসা মৃতের পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা সাহা। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতির কথা জানতে পেরে নিমতলায় যান কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ অতীন ঘোষ। তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। ফের শুরু হয় দাহকার্য। অতীনবাবু বলেন, ক্ষোভ থাকতে পারে কিন্তু এইভাবে হামলা চালালে পুরনিগম কোনও আলোচনা করবে না। ঘটনায় কলকাতা পুরনিগমের তরফে জোড়াবাগান থানায় দাহ কার্যে উপকরণ সরবরাহকারী আগের সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:৪৫/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IErVSf
October 05, 2018 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top