জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু আজ থেকে। সকাল ৮টা ৩০ মিনিটে ওয়ানডে স্কোয়াডের ১৫ ক্রিকেটারকে মিরপুরের ইনডোরে রিপোর্ট করতে বলা হয়েছে। অবশ্য দুদিন আগে থেকে নিজেদের মতো করে অনুশীলনে নেমেছেন দলের অনেকেই। আগের দিনের মতো গতকাল সকালেও মিরপুরে বিসিবি একাডেমি ও শেরেবাংলার সেন্টার উইকেটে ঘণ্টা সময় নিয়ে ব্যাটিং, বোলিং অনুশীলন করেছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম, টেস্ট ও টি২০ দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। ক্যাম্প সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মিরপুরে। মূল মাঠে সেন্টার উইকেট তৈরি করা হচ্ছে। দুটি উইকেট প্রস্তুত রাখা হয়েছে একাডেমি মাঠে। প্রধান কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ফিটনেস ও স্ট্রেন্থ ট্রেইনার মারিও ভিল্লাভারায়নও ছুটি কাটিয়ে ঢাকায় এসেছেন। মিঠুন ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফরমারদের একজন। গতকাল সকালে এশিয়া কাপের পর জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া মিঠুন বলেন, এই প্রথম আমি টানা দুটি সিরিজে ডাক পেলাম। আগে একটি সিরিজের কোনো ম্যাচে খেলেই আবার বাদ পড়েছিলাম। তাই এবার আর এসবের পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না। দীর্ঘদিন দলকে সার্ভিস দিতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে চার বছর আগে অভিষেক হলেও সবে শেষ হওয়া এশিয়া কাপ দিয়েই আন্তর্জতিক ক্রিকেটে নিজের জমিন খুঁজে পেয়েছেন বলে জানান মিঠুন। তিনি বলেন, সদ্য সমাপ্ত এশিয়া কাপ নিজের ক্রিকেটীয় সক্ষমতাকে প্রমাণ করার সুযোগ করিয়ে দিয়েছে। এশিয়া কাপের মতো আসরে দুটি বড় ইনিংস খেলার কারণে আত্মবিশ্বাস আগের তুলনায় অনেকটা বেড়েছে। আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবার বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এ পর্যায়ে ভালো করতে পারব, আত্মবিশ্বাস আছে। জিম্বাবুয়ের সফরে আরো ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী এশিয়া কাপে বাংলাদেশের রান মেশিন মুশফিকুর রহিম। দলের ব্যাটিংয়ের প্রধানতম স্তম্ভ মুশফিক গতকাল বণিক বার্তাকে বলেন, দলে দুজন ক্রিকেটার তামিম ও সাকিব নেই। তাদের অনুপস্থিতিতে মাশরাফি ভাইয়ের সঙ্গে আমাদেরই হাল ধরতে হবে। তাই আসন্ন সিরিজেও নিজের সেরাটা দিতে চাই। লক্ষ্য থাকবে, সবগুলো ম্যাচ জেতার। তথ্যসূত্র: বণিক বার্তা এমইউ/০৩:৪০/১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ykdb6X
October 15, 2018 at 09:36PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন