তেল কোম্পানির কর্তাদের সঙ্গে বৈঠকে মোদি

নয়াদিল্লি, ১৫ অক্টোবরঃ পেট্রোল, ডিজেলের বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ে সোমবার তেল কোম্পানির কর্তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্টোবরের শুরুতেই অর্থমন্ত্রী অরুণ জেটলি তেলের ওপরে শুল্ক কমিয়েছেন লিটার পিছু দেড় টাকা। সরকারি তেল কোম্পানিগুলিও পেট্রোল, ডিজেলের প্রতি লিটারে মূল্য কমিয়েছে এক টাকা করে। তাতেও তেলের মূল্যবৃদ্ধি আটকানো যায়নি।

আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তারই প্রভাব পড়েছে দেশের বাজারে। তার ওপরে আগামী ৪ নভেম্বর থেকে ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। তার ফলে বাজারে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যাবে, তা নিয়েই প্রধানমন্ত্রী এদিন তেল কোম্পানির কর্তাদের সঙ্গে আলোচনা করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IZUF7O

October 15, 2018 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top