চট্রগ্রাম, ২৪ অক্টোবর- আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রান করার মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান। বুধবারের আগে ওয়ানডে ক্রিকেটে ১৯৩ ম্যাচ খেলে ৫ হাজার ১৪৫ রান করেছেন মুশফিক। টেস্ট ক্রিকেটে ৬২ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ৬৯৯ রান। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে করেছেন ১ হাজার ১৩১ রান। বুধবারের আগে তিন ফর্মেটের ক্রিকেটে সবমিলিয়ে মুশফিকের সংগ্রহ ছিল ৯৯৭৫ রান। আজ ২৫ রান করে ১০ হাজারি ক্লাবের সদস্য পদ লাভ করেন মুশফিক। বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার ১২ বছর ক্রিকেটে খেলে তিন ফর্মেটে করেছেন ১০ হাজার রান। অথচ তার চেয়ে দুই বছর কম খেলে বুধবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৭ রানের ইনিংস গড়ার পথে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। শুধু ১০ হাজার রান করাই নয়, এদিন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং শেন উইলিয়ামসকে গ্লাভস বন্দি করার মধ্য দিয়ে ২০০টি ডিসমিসালের মালিক হয়ে নতুন রেকর্ড গড়েন মুশফিক। আর মাত্র ৫টি ডিসমিসাল হলেই মুশফিক উঠে আসবেন শীর্ষ ১০ উইকেটরক্ষকের তালিকায়। ওয়ানডে ক্রিকেটে ৪০৪ ম্যাচে ৪৮২টি ডিসমিসাল নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। এমএ/ ০৯:২২/ ২৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OKyjNU
October 25, 2018 at 03:49AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন