জেলে বসেই ভিডিয়ো কল করতে পারবেন মহিলা বন্দিরা

মুম্বই, ৭ অক্টোবরঃ মহারাষ্ট্রের মুক্ত সংশোধনাগারের মহিলা বন্দিরা আত্মীয়-বন্ধুদের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলতে পারছেন। কথা বলার সময়সীমা পাঁচ মিনিট। এই পরিসেবা পেতে বন্দিদের ৫ টাকা খরচ করতে হচ্ছে।

মহারাষ্ট্রের এক জেল আধিকারিক জানিয়েছেন, মহিলাদের জন্য ভিডিয়ো কলিং ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে প্রথম চালু হয়েছিল পুনের ইয়েরওয়াড়া জেলে। তারপর সমস্ত মুক্ত ও মহিলা সংশোধনাগারে চালু হয়েছে। বন্দি কল্যাণ তহবিলের অর্থেই স্মার্ট ফোন কেনা হয়েছে ভিডিয়ো কলিংয়ের জন্য। একটা নির্দিষ্ট সময়ে এই কল করতে পারেন মেয়ে বন্দিরা। পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য কনস্টেবল নিয়োগ করা হয়েছে। আদালতে শুনানি চলাকালীন বিচারাধীন বন্দিদের ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সেখানে উপস্থিত করার বিষয়ে দেশের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। দোষী সাব্যস্ত এবং বিচারাধীন মিলিয়ে মহারাষ্ট্রে বন্দির সংখ্যা ২৮ হাজার। তারা রয়েছে ৫৪টি জেলে। এর মধ্যে ১৩টি মুক্ত সংশোধনাগারের সংখ্যা দুই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C12Ijm

October 07, 2018 at 09:34PM
07 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top