টোকিও, ১১ অক্টোবর- খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিতে যাচ্ছেন ইউনিস খান। তবে ক্রিকেটের প্রতিষ্ঠিত কোনো দলের নয়। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানকে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে জাপান। মূলতঃ পাকিস্তানি বংশোদ্ভূত জাপানিজ এক ব্যবসায়ীর মাধ্যমেই এই প্রস্তাব পেয়েছেন ইউনিস। আবিদ হোসাইন নামের ওই ব্যবসায়ী জানিয়েছেন, জাপানের খেলোয়াড়দের কোচিং করানোর বিষয়টিতে ইতিবাচক সাড়াও দিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান। ফয়সালাবাদে জন্ম নেয়া আবিদ হোসাইন জানিয়েছেন, তিনি সবসময়ই চান পাকিস্তানি খেলোয়াড়রা যাতে জাপানে আসেন। এতে করে সেই দেশে ক্রিকেট ভক্তরা অনুপ্রাণিত হবে। সেই ইচ্ছে থেকেই ইউনিসকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। পাকিস্তানি এই ব্যবসায়ী আরও জানান, ইউনিস খানকে জাপানের টোকিও, হিরোশিমা এবং নাগোয়ায় কোচিং ক্যাম্পে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে। আন্তর্জাতিক কোনো দল না থাকলেও জাপানে ক্রিকেট খেলা বেশ জনপ্রিয় বলে জানিয়েছেন আবিদ হোসাইন। ইউনিসের প্রতিক্রিয়া কেমন ছিল, জানতে চাইলে আবিদ বলেন, তিনি প্রস্তাবটির ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:৩৪/১১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CDv0Sk
October 11, 2018 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top