কুয়ালালামপুর, ১১ অক্টোবর- একটি ম্যাচই জন্ম দিয়েছে অনেক রেকর্ডের। টি-টোয়েন্টি বাছাই পর্বের এশিয়া অঞ্চলের খেলায় মিয়ানমারের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১ রানে ৫ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ার বাঁ-হাতি স্পিনার পবনদীপ সিং। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ৪ ওভারে ৮ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন শ্রীলংকান ক্রিকেটার অজন্তা মেন্ডিস। ২০১২ সালের সেই রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন পবনদীপ। এই প্রতিযোগিতা দেখা যাচ্ছে অদ্ভুত সব বিষয়। কে কার চেয়ে কম রানের রেকর্ড গড়তে পারে, হয়তো সেই প্রতিযোগিতায় নেমেছে মিয়ানমার, চীন ও থাইল্যান্ড। বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ৯ রানেই গুটিয়ে যায় মিয়ানমার। এর আগে গত রোববার নেপালের করা ১৭২ রানের জবাবে ১৮ রানেই গুটিয়েছিল থাইল্যান্ড। তার আগে সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়ে বাজে রেকর্ড গড়েছিল চীন। শুধু কি তাই, প্রতিপক্ষের টার্গেট তাড়া করতে নেমে সবচেয়ে কম বলের জয় নিশ্চিত করার রেকর্ড গড়েছে মালয়েশিয়া। মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০.১ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯ রান তুলতেই গুটিয়ে যায় মিয়ানমার। পরবর্তীতে বৃষ্টি আইনে জয়ের জন্য মালয়েশিয়ার টার্গেট দাঁড়ায় ৮ ওভারে মাত্র ৬ রান। এই ছয় রান করতে ১০ বল খেলে ২ উইকেট হারায় মালয়েশিয়া। দলের জয়ে ৭ ও ৪ রান করে করেন সুহান আলগরাতনাম ও শারভিন মুনিইডি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RH6MdZ
October 11, 2018 at 07:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন