কলকাতা, ৭ অক্টোবরঃ রাজ্যের সব জেলায় মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের আবগারি দপ্তর থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রত্যেক জেলার প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বল জানা গেছে। শাসন সূত্রে জানা গেছে, পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্রই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে মদের দোকানের বন্দোবস্ত করে দেওয়া হবে। আপাতত প্রতি জেলায় একটি করে সরকারি মদের দোকান খোলা হবে। পরে সরকারি পানশালা খোলারও পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মদের দোকান খুলতে ইচ্ছুক ব্যক্তি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যদিও বিরোধীরা এই সিদ্ধান্তের জন্য কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য সরকারকে। রাজ্য সরকার মনে করছে এতে কিছু হলেও বেকারত্বের সংখ্যা কমবে। এছাড়া গত বছর আবগারি খাতে রাজ্যের প্রায় ৭৮০০ কোটি টাকা লাভ হয়েছে। দোকান খোলা হলে সেই লাভ আগও বাড়বে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yiQcIv
October 07, 2018 at 11:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন