আগরতলা, ০১ অক্টোবর- বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন যদি বন্ধ না হয় তাহলে ভারতের উচিত দেশটিতে হামলা চালানো এবং এর নিয়ন্ত্রণ নেওয়া। ভারতের ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা ও রাজ্য সভার সংসদ সদস্য সুব্রামানিয়াম স্বামী এমন মন্তব্য করেছেন। গতকাল রোববার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংস্কৃতিক গৌরব সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ডিএনএ নিউজ এ খবর দিয়েছে। স্বামী বলেন, বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতর্ক হওয়া উচিত যাতে দেশটিতে হিন্দু মন্দিরের ওপর হামলা না হয়, মন্দিরকে মসজিদে পরিণত করা না হয় এবং হিন্দুদের মুসলিম বানানো না হয়। তিনি বলেন, বাংলাদেশে যদি হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হয় তাহলে আমি আমাদের সরকারকে বাংলাদেশে হামলা চালিয়ে এটির দখল নিতে বলব। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কেও নানা কথা বলেন সুব্রামানিয়াম। ইমরান খানকে চাপরাসি অভিহিত করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নেই। স্বামী বলেন, ইমরান খান চাপরাসি ছাড়া কিছুই নয়, কারণ দেশ (পাকিস্তান) চালায় সেনাবাহিনী, আইএসআই ও সন্ত্রাসীরা। অযোধ্যায় রাম মন্দির, মথুরায় কৃষ্ণ মন্দির এবং বারানসিতে কাশি বিশ্বনাথ মন্দির নির্মাণের ব্যাপারে ভারতের মুসলমানদের রাজি হওয়ার আহ্বানও জানান বিতর্কিত বক্তব্য দেওয়া এই নেতা। বিজেপিই রাম মন্দির নির্মাণ করবে বলেও আস্থা প্রকাশ করেন তিনি। এমএ/ ০৬:৩৩/ ০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NTpRM3
October 02, 2018 at 12:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন