ঢাকা, ২৪ অক্টোবর- চিত্রশিল্পী মেঘের সঙ্গে দেখা হলো ইরার। মেঘ তার শূণ্য ক্যানভাসে আঁকে ইরার ছবি। ছবি আঁকা, আর গল্পের তালে কেটে যায় অনেকটা সময়। ইরা তার পেছনের গল্প ভুলে মেঘের সঙ্গে স্বপ্ন বুনতে চায়। কিন্তু এর মাঝেই এক নির্জণ রাতে পরী নামে ভিষণ রহস্যময় এক নারীর সাথে পরিচয় হয় মেঘের। যে নিজেকে রাতের দেবী মনে করে আর সময় বিক্রি করা তার পেশা। মেঘ ইরার কাছ থেকে সময় কিনে নেয়, আর অনেক সময় ধরে পরীর ছবি আঁকতে থাকে। তার ছবি দিয়ে এক্সিবিশন করবে মেঘ। মেঘ পরীর প্রেমে পড়ে যায়।- এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক মেঘের ক্যানভাস। সৌরভ বোস প্রযোজিত ও তারুণ্যলোক পরিবেশিত টেলিছবিটি রচনা করেছেন দয়াল সাহা ও ফরিদ উদ্দিন মোহাম্মদ। মাহতাব শফি ও ফায়সাল তনুর সার্বিক তত্ত্বাবধানে টেলিফিল্মটি নির্মাণ করেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, তানজিকা আমিন, আরজে সাব্বির হাসান লিখন ও শেলী আহসান শেলী। এছাড়াও গানের সুর ও কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক নাভিদ। নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, বরাবরের মতই আমি আর আমার টিম চাই যে ভিন্ন মাত্রার কিছু করতে। মানুষ, মানুষের চাওয়া-পাওয়া, মনস্তত্ব, মনস্তাত্বিক দ্বন্দ্ব আর সাইকোলজিকাল টার্ম নিয়ে খেলতে আমার দারুন লাগে। আশা করছি এই কাজটাও দর্শকদের ভালো লাগবে । উল্লেখ্য, মেঘের ক্যানভাস টেলিছবিটি শনিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৮:১৪/১৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D2H2Vy
October 24, 2018 at 06:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন