সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হলেন নাগেশ্বর রাও

নয়াদিল্লি, ২৪ অক্টোবরঃ সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে বসানো হল এম নাগেশ্বর রাওকে। ইতিমধ্যে ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই প্রধান অলোক ভার্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে। তাঁদের জায়গায় নাগেশ্বর রাওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বুধবার ভোররাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তার দায়িত্ব ও কার্যভার তুলে দেওয়া হয়েছে নাগেশ্বর রাওয়ের হাতে। এরপরেই সিবিআই-এর সদর দপ্তরের এগারো ও বারো তলায় তল্লাশি চালানো হয়। সিল করে দেওয়া হয়েছে ওই ১১ ও ১২ তলা। কারণ ওখানেই ছিল অলোক ভার্মা ও রাকেশ আস্থানার দপ্তর। তাঁরা দুজন যাতে সিবিআই-এর সদর দপ্তরে না ঢোকেন, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৮৬ ব্যাচের আইপিএস ক্যাডার (ওডিশা) ছিলেন নাগেশ্বর রাও। তিনি তেলাঙ্গানার ওয়ারঙ্গেল জেলার মাঙ্গাপেট এলাকার বাসিন্দা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Aplik5

October 24, 2018 at 11:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top