কলকাতা, ২৪ অক্টোবরঃ ইরানে গিয়ে আটকে পড়েছে এরাজ্যের ১২ জন যুবক। জানা গিয়েছে, সোনার গয়না তৈরির কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়াতেই বিপাকে পড়েছেন তাঁরা।আট মাস আগে ইরানের চাঁপাহারে গিয়েছিলেন ওই ১২ জন যুবক। এরা সকলেই ইরানে সোনার কাজ করতে গিয়েছিল। কোটালপুরের শেখ গিয়াসউদ্দিন নামে এক যুবক বাকি যুবকদের সোনার কাজের জন্য ইরানে নিয়ে যান। তিনমাস আগে হঠাৎই সোনার কাজ বন্ধ হয়ে যায়। মালিকপক্ষ কোনও কিছু না জানিয়ে বন্ধ করার ফলে বিপদে পড়ে রয়েছেন তাঁরা। বর্তমানে পাসপোর্ট আটকে রাখারও অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে। ওই যুবকদের জন্য ভারতীয় দূতাবাসে খবর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q9StlO
October 24, 2018 at 11:44AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন