আরও একটি বড় প্রতারণায় নাম জড়াল বিজয় মালিয়ার

মুম্বই, ৩১ অক্টোবরঃ কোটি কোটি টাকার ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বিজয় মালিয়া। তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদমাধ্যমের দৌলতে এই সব তথ্য এখন প্রায় সকলেরই জানা। আর সেই ‘সাধারণ জ্ঞান’কে কাজে লাগিয়ে এবার বিজয় মালিয়ার বাজেয়াপ্ত হওয়া গাড়ি বিক্রির নাম করে প্রতারণার ছক কষার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগে আপাতত ওই ব্যক্তিকে খুঁজছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, বিজয় মালিয়ার বাজেয়াপ্ত হওয়া দামি এসইউভি গাড়ি বিক্রির নাম করে প্রতারণার ছক কষে ওই ব্যক্তি। ওই গাড়িটি নিলামে উঠবে বলে জানানো হয়। কম দামে গাড়িটি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আট জনের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DdpUMQ

October 31, 2018 at 05:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top