মুম্বাই, ৩১ অক্টোবর- বলিউড জুড়ে এখন আলোচিত বিষয় হ্যাশট্যাগ মিটু। একের পর এক গায়িকা-মডেল-নায়িকা থেকে শুরু করে অনেকেই মুখ খুলছেন। জানাচ্ছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার কথা। কিছুদিন আগে অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন নানা পাটেকারের বিরুদ্ধে। এরপর আরও বেশ কয়েকজন নারী শিল্পী তাদের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা সামনে নিয়ে আসেন। তনুশ্রীকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম বলিউড সুপারস্টার আমির খান। এদিকে কোনও যৌন নিপীড়কের সঙ্গে সিনেমা করবেন না বলেও ঘোষণা দিয়েছে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান। এবার আমির খানের অনুষ্ঠান সত্যমেব জয়তে এর বিশেষ পর্ব হ্যাশট্যাগ মিটু নিয়েই সাজানো হবে বলে জানা গেছে। আগামী বছরই টেলিভিশনের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটিতে মূলত বিভিন্ন সামাজিক কুসংস্কার ও অসুবিধার কথা তুলে ধরেন মিস্টার পারফেক্টশনিস্ট-খ্যাত আমির খান৷ সমস্যার মূলে পৌঁছে সমাধান খুঁজে বের করেন আমির ও তার টিম৷ আগামী বছরের জানুয়ারিতেই পর্দায় ফিরতে পারে সত্যমেব জয়তে। এই অনুষ্ঠানের প্রথম পর্বেই এবার হ্যাশট্যাগ মিটু নিয়ে আলোচনায় বসতে চান আমির এবং খুঁজে আনতে চান সমস্যা সমাধানের কিছু্ উপায়। আমির খান চান, কর্মক্ষেত্র হোক নারীদের জন্য নিরাপদ। এধরনের হয়রানি যেন বন্ধ হয়। সম্প্রতি আমির খানের স্ত্রী কিরণ রাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনও যৌন নিপীড়কের সঙ্গে তারা কোনও সিনেমা করবেন না। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JwxzGs
October 31, 2018 at 11:29PM
31 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top