নয়াদিল্লি, ২৪ অক্টোবরঃ কর্মক্ষেত্রে যৌন হেনস্তা রুখতে আইনী ব্যবস্থা এবং তাকে শক্তপোক্ত করার জন্য কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। গঠন করা হল গ্রুপ অফ মিনিস্টার বা ‘মন্ত্রিমন্ডলী’(GoM)। এর মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই মন্ত্রিমণ্ডলীর বাকি সদস্যরা হলেন নিতিন গডকড়ি, নির্মলা সীতারমন ও মানেকা গান্ধি।
কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধে কাজ করবে এই নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলী। একইসঙ্গে আইনি ব্যবস্থাও যাতে শক্তপোক্ত করা যায়, সেদিকেও খেয়াল রাখা হবে। এর জন্য কি পদক্ষেপ নেওয়া হবে সেবিষয়েও পরামর্শ দেবে এই কমিটি।
#MeToo আন্দোলনের জেরে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ সামনে আসছে। এর ফলে দেরিতে হলেও মুখ খুলছেন নানা বয়সের মহিলারা। যার ফলে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে বলিউড থেকে কর্পোরেট, বিভিন্ন ক্ষেত্রের অনেক নামজাদা ব্যক্তিকেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PjlVUB
October 24, 2018 at 10:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন