বিরাট-হোপের লড়াইয়ের পরও ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবেই

বিশাখাপত্তনম, ২৪ অক্টোবরঃ আজকের ম্যাচের মূল আকর্ষণ ছিল বিরাট কোহলির রেকর্ড। ফলাফলের থেকেও ক্রিকেটপ্রেমীদের নজর ছিল দশ হাজারি ক্লাবে বিরাট কোহলি শামিল হতে পারেন কিনা সেদিকেই। বিশাখাপত্তনমে আজকের এই টানটান ম্যাচ থাকল অমীমাংসিত ভাবেই।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ম্যাচের শুরুটা ভালো হয়নি। মাত্র ৪০ রানের মধ্যেই ভারতকে খোয়াতে হয় জোড়া উইকেট। তবে, এরপরই শুরু হয় কোহলি শো। ভারতকে ৩০০ রানের গণ্ডি পেরোতে উল্লেখযোগ্য ভূমিকা নেন বিরাট(১৫৭)। ম্যাচের ৩৬ তম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০ হাজার রানে পৌঁছানোর রেকর্ডটি করে ফেললেন তিনি। কেরিয়ারের ৩৭ তম সেঞ্চুরিটিও তিনি করে ফেলেন এদিনই। তাঁর সেঞ্চুরির দৌলতে ভারত পৌঁছে যায় ৩২১ রানে। ভাল ইনিংস খেলেন রায়ডুও(৭৩)।

কিন্তু বোলাররা কোহলির যোগ্য সঙ্গত দিতে পারেননি। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ৩২১ রানের মধ্যে বেধে রাখতে পারলেন না সামি, উমেশরা। হোপ(১২৩)-হেটমেয়ের(৯৪) জুটির দৌলতে ভারতকে চেজ করতে পারল ক্যারিবিয়ানরা। শেষ বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৫ রান। উমেশ যাদবের বলে পয়েন্টের উপর দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন হোপ। ম্যাচ টাই হয়ে শেষ হয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jgc0tp

October 24, 2018 at 10:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top