কেরলে ঘূর্ণিঝড়ের আতঙ্ক, দক্ষিণের ৫ রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস

নয়াদিল্লি, ৬ অক্টোবরঃ ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁপছে কেরল। একইসঙ্গে তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয় দপ্তর। কেরলে ফিরতে পারে ঘুর্ণিঝড়ের তাণ্ডবও। জানা গিয়েছে, প্রবল বৃষ্টির আশঙ্কায় শনিবার বিকাল ৪টা নাগাদ কেরলের চেরুথনি বাঁধের একটি গেট খোলা হবে।

তিরুবনন্তপুরমে আবহাওয়া দপ্তরের আধিকারিক কে সন্তোষ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় লাক্ষাদ্বীপে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী ৩৬ ঘণ্টায় উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার ধারন করতে পারে। এর প্রভাবে কেরলে পরবর্তি ৫ দিন প্রবল বৃষ্টিপাত হতে পারে। বিপর্যয়ের আশঙ্কায় তৈরি রাখা হয়েছে ভারতীয় নৌসেনাকেও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CwXD3i

October 06, 2018 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top