মালদা, ৬ অক্টোবরঃ মালদায় অস্ত্র কারখানার হদিশ মিলল। কালিয়াচকের শেরশাহি গ্রাম থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ তামরেজ (২৫) ও সাহাবুদ্দিন (৫০)। শনিবার ধৃতদের জেলা আদালতে তোলা হবে। পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে হানা দেয় কালিয়াচকের শেরশাহি গ্রামে। পুলিশের কাছে খবর ছিল, ওই গ্রামে একটি গ্রিল কারখানার আড়ালে বেআইনি অস্ত্র তৈরি করা হচ্ছে। ওই কারখানার মালিক ফরিদ শেখ পলাতক। কারখানা থেকে গতরাতেই গ্রেফতার করা হয় সাহাবুদ্দিন ও মহম্মদ তামরেজ নামে অস্ত্র তৈরির দুই কারিগরকে। এরা দুজনেই বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। জেরায় তারা স্বীকার করে, অস্ত্র তৈরির জন্য তাদের মালদায় নিয়ে আসা হয়েছিল।
ওই কারখানা থেকে ২৪টি ওয়ান শটার উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত ড্রিল মেশিন সহ প্রচুর সরঞ্জাম। ১৪ দিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে এদিন ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IFHwRd
October 06, 2018 at 04:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন