কলকাতা, ১৩ অক্টোবর- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা শহরে৷ এবার আগুন লাগল শিয়ালদহ স্টেশনে৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ভোরে আচমকা শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের দিকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়৷ কিছু পরেই দেখা যায় আগুনের লেলিহান শিখা৷ সঙ্গে সঙ্গে স্টেশনে আতঙ্ক ছড়য়ে পড়ে৷ যাঁরা ছিলেন প্রত্যেকেই দৌড়দৌড়ি শুরু করেন৷ চিৎকার চেঁচামেচিতে আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ তাঁরা দেখেন রিজার্ভেশন কাউন্টারে যাওয়ার জন্য সিঁড়ির পাশের একটি ঘরে আগুন লেগেছে৷ ওই ঘরটি মূলত স্টোররুম হিসেবে ব্যবহার করা হয় বলে রেল সূত্রে খবর৷ রেলের তরফে দমকলে খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন৷ তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে৷ সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যদিও এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৫:৩০/১৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ND3sgQ
October 13, 2018 at 11:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন