এশিয়ার মধ্যে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতের বিরাট কোহলি। পাকিস্তানের মিসবাহ-উল-হককে টপকে এ রেকর্ড গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন ৪৫ রানের ইনিংস খেলে এশিয়ার মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে অধিনায়ক হিসেবে কোহলির পরিসংখ্যান ছিলো- ৪১ ম্যাচে ৪ হাজার ১৮৮ রান। এ ম্যাচের আগে এই তালিকায় এশিয়ার মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মিসবাহ। ৫৬ ম্যাচে ৫১ দশমিক ৩৯ গড়ে ৪ হাজার ২১৪ রান করেন তিনি। ৪৫ রানের ইনিংসের পর মিসবাহকে টপকে যান কোহলি। ভারত দলপতির বর্তমান রান ৪২ ম্যাচে ৪ হাজার ২৩৩। গড় ৬৫ দশমিক ১২। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। ১০৯ ম্যাচে ৭৪ দশমিক ৮৩ গড়ে ৮৬৫৯ রান করেছেন তিনি। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OlM3i7
October 13, 2018 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top