পরমাণু-প্রযুক্তি রপ্তানিতে বেজিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের

ওয়াশিংটন, ১৩ অক্টোবরঃ চিনা গোয়েন্দার গ্রেফতারের নির্দেশ আসার পরই পরমাণু নিরাপত্তায় কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, চিনের কাছে পরমাণু সংক্রান্ত প্রযুক্তি রপ্তানিতে রাশ টানতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ, হোয়াইট হাউস সন্দেহ করছে, পরমাণু সংক্রান্ত প্রযুক্তির অপব্যবহার করছে বেজিং। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পরমাণু প্রযুক্তিকে চিন সামরিক খাতে কাজে লাগাচ্ছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়। সেইসব প্রযুক্তি পরমাণু শক্তি চালিত যুদ্ধবিমান, সাবমেরিনে প্রয়োগ করা হচ্ছে। এমনকি দক্ষিণ চিন সাগরে ভাসমান পরমাণু কেন্দ্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে। চিনের উপর হোয়াইট হাউসের এই কড়া পদক্ষেপ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশের নিরাপত্তার ক্ষেত্রে এর সুদূরপ্রসারী ফল মিলবে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OjD1ls

October 13, 2018 at 05:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top