কলকাতা, ১৩ অক্টোবর- শুক্রবার বিকেলে সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করার পর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বৃষ্টিতে ভিজে কেউ ঠাকুর দেখবেন না। ভিজলে জ্বর হবে। তাই আপনারা বাড়ি ফিরে যান। রাতে বেরোবেন না। কাল থেকে দুর্যোগ কেটে যাবে। তখন প্রতিমা দর্শনে বেরোবেন। সুরুচি সঙ্ঘের মণ্ডপের বাইরে দর্শনার্থীদের ভিড়। এদিনই প্রতিমা দেখার জন্য গেট খুলে দেওয়ার কথা ছিল। মমতার নিষেধ শুনে সুরুচি সঙ্ঘের কর্ণধার অরূপ বিশ্বাস মঞ্চ থেকেই দর্শনার্থীদের উদ্দেশে বলেন, আপনারা ফিরে যান। আজ গেট খোলা হবে না। শনিবার থেকে আপনারা প্রতিমা দেখতে পাবেন। দুর্যোগের প্রসঙ্গ এনে মমতা বলেন, প্রকৃতি আমাদের হাতে নেই। তবে মায়ের কাছে আমার আবদার, পুজোটা যেন শান্তিতে করতে পারি। প্লাবন, বন্যা যেন না হয়। ছোট ক্ষতি হলে সামলে নেব। বড় ক্ষতি যেন না হয়। দুর্যোগের সময় পুলিসকে সতর্ক থাকতে বললেন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজও করতে বললেন। সুরুচি সঙ্ঘের থিম সঙ কীভাবে মুখ্যমন্ত্রীর মাথায় এসেছিল, তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি তখন উত্তরবঙ্গে। অরূপ আমাকে বলল, দিদি প্রতিমার ওপর তোমাকে থিম সঙ করে দিতে হবে। আমি তো অরূপকে গানের কথাগুলো আগেই লিখে দিয়েছিলাম। জিৎ গাঙ্গুলি ভালই সুর দিয়েছিল। অরূপ বলল, তুমি একটু অন্যভাবে করে দাও। আমি তখন বাগডোগরা বিমানবন্দরে। বাথরুমে গেলাম। এক সেকেন্ডে সুর মাথায় এল। অরূপকে দিয়ে দিলাম। সুরুচি সঙ্ঘের পুজোমণ্ডপ দেখে খুব খুশি মমতা। এবারের থিম, মা এসেছেন মাটির ঘরে। মমতা বলেন, মণ্ডপ দেখে মনে হবে গ্রামকে তুলে আনা হয়েছে এখানে। কুঁড়েঘরের মতো লাগছে। বিষ্ণুপুরের ডোকরার কাজও করা হয়েছে। মাটির কোনও বিকল্প হয় না। আমি তো প্রথম ২০১৩য় মাটিতীর্থ শুরু করেছি। এদিন মঞ্চে ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, স্বরূপ বিশ্বাস, জুহি বিশ্বাস প্রমুখ। অরূপফিরহাদের কাজের প্রশংসা করেন মমতা। এদিন মমতা কালীঘাটের সঙ্ঘশ্রীসহ বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন। শিবপুর মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো উদ্বোধন করে মমতা আসেন চেতলার আলাপী ক্লাবে। তথ্যসূত্র: আজকাল একে/০৫:৫০/১৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OopI3l
October 13, 2018 at 11:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন