শিয়াদার বর্তমান উড়ালপুলের উপরেই তৈরি হবে নয়া উড়ালপুল

কলকাতা, ৩১ অক্টোবরঃ শিয়ালদহ উড়ালপুল সেতুর ওপরে পিলার বসিয়ে তার চেয়ে দ্বিগুণ উচ্চতার, ছ’লেনের একটি উড়ালপুল নির্মাণ করা হবে। ওই সেতুর কাজ সম্পূর্ণ হলে শিয়ালদহের বর্তমান উড়ালপুল ভেঙে ফেলা হবে। উড়ালপুলের সংস্কারে এমনই পরিকল্পনা রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশাসনিক স্তরে এর প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উৎসবের মরসুম শেষ হলে চূড়ান্ত পদক্ষেপ করার ব্যাপারে উদ্যোগী হবে প্রশাসন।

মাঝেরহাট-কাণ্ডের পর শহরের মোট ২০টি সেতু ও উড়ালপুলের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে শিয়ালদহ উড়ালপুলও। বর্তমানে শিয়ালদহ উড়ালপুল দক্ষিণে এজেসি বসু রোড, উত্তরে এপিসি রোড, পশ্চিমে মহাত্মা গান্ধী রোড এবং পূর্বে বেলেঘাটা মেন রোডকে যুক্ত করেছে। প্রস্তাবিত উড়ালপুলের উচ্চতা হবে অন্তত ৩০ ফুট। যা বিদ্যাপতি সেতুর উচ্চতার দ্বিগুণেরও বেশি। বর্তমান সেতুর চেয়ে প্রস্তাবিত উড়ালপুল অনেক বেশি চওড়াও হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RtlNPV

October 31, 2018 at 12:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top