শ্রীনগর, ৩১ অক্টোবরঃ নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো উসমান হায়দারের। মৃত্যু হয়েছে আরও এক জঙ্গির। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় ঘটনাটি ঘটেছে। এনকাউন্টারের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এম ফোর কার্বাইন রাইফেল। স্নাইপার হামলার জন্য এই রাইফেল ব্যবহার করা হত বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
পুলওয়ামার ত্রালের চাঙ্কেতার গ্রামে এনকাউন্টার স্থানীয় হয়েছিল প্রায় ছ’ঘন্টা। যে বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় আটকে পড়ে জঙ্গিরা। সেখানেই মৃত্যু হয় ওই দুই জঙ্গির।
স্থানীয়দের এনকাউন্টার এলাকার ধারেকাছে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের আশঙ্কা, এলাকায় মিলতে পারে আরও বিস্ফোরক।
ঘটনার পর সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জইশ-ই-মহম্মদ। সেখানে জানানো হয়, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাইপো। দাবি করা হয়, বেশ অনেকদিন ধরেই সে কাশ্মীরে স্নাইপার আক্রমণের দায়িত্ব সামলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PtqVWQ
October 31, 2018 at 11:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন