থিম্পু, ০৫ অক্টোবর- ফাইনালের পথটা কি একটু সহজই হলো? সাফ ফুটবলে বাংলাদেশের মেয়েরা ভুটানকে পেলো সেমি ফাইনালে। শিরোপা প্রত্যাশী মারিয়া-কৃষ্ণা-স্বপ্নারা হয়তো এটাই চেয়েছিলো। তার উপর আবার চেনা প্রতিপক্ষই। এর আগেও সাফে এই দলের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস তো আছেই। সেটা কাজে লাগালো বাঘিনীরা। ভুটানের মাটিতেই শনিবার আয়োজকদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লাগাতার তিনটি ফাইনালে পৌছালো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। দুটি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আর এবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। ভুটানের মাটিতেই পরপর দুই মাসে দুটি চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রত্যাশির শীর্ষে উঠে গেলো মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ ব্যবধানে ও দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে নেপালকে হারিয়ে গ্রুপ এর থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। অন্যদিকে, মালদ্বীপকে ৮-০ ও ভুটানকে ৪-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। মালদ্বীপকে ভুটান হারিয়েছে ১২-০ ব্যবধানে। নিশ্চিত করেছে সেমি ফাইনাল। কিন্তু নেপালকে হারাতে পারলো না ভারত। ১-১ এ ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে গিয়ে পৌছায় ম্যাচ। সেখান থেকে ৩-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে হারা নেপাল। নেপাল যখন ফাইনালে ভুটান আবার হোঁচট খেলো বাংলাদেশের মেয়েদের কাছেই। ম্যাচের শুরু থেকেই যেন জয়ের নেশায় মত্ত ছিলো কিশোরিরা। ২ মিনিটেই সানজিদার গোলে এগিয়ে যাওয়া। প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে মিসরাত জাহান মৌসুনের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মেয়েরা পরের অর্ধেই দিয়েছে আরও দুই গোল। কৃষ্ণা রাণী সরকারের বুদ্ধিদীপ্ত গোলে ব্যবধান হয় ৩-০ পরিণত করে মেয়েরা। চার নম্বর গোলটি আসে পেনাল্টি থেকে। শামসুন্নাহারের পা থেকে। ৪-০ ব্যবধানে ফাইনালে থাকা নেপালকে পেলো বাংলাদেশ। পরিচিত প্রতিপক্ষ। জয় নিয়েই সাফ চ্যাম্পিয়ন হবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। এমএ/ ০৮:৩৩/ ০৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NpT3VC
October 06, 2018 at 03:01AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.