হাতিকে পাথর মেরে মা-বোনের প্রাণ বাঁচাল তরুণ

মাদারিহাট, ৫ অক্টোবরঃ হাতির মাথায় পাথর মেরে মা আর বোনের প্রাণ বাঁচিয়ে দিল বছর ১৮-এর সুরজ মুণ্ডা। কিন্তু তার আপসোস ১০ বছরের ভাই শিবনাথকে সে বাঁচাতে পারেনি। দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হয়ে শিবনাথকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে হাতির হামলা নতুন কোনো ঘটনা নয়। ৭ নম্বর কুলি লাইনে বৃহস্পতিবার রাতে হানা দেয় একটি দাঁতাল। মাথা দিয়ে সুরজদের বাড়ির দেওয়াল ভেঙে ঘরে মুখ ঢুকিয়ে দেয় হাতিটি। মেঝেতে শুয়ে থাকা মা আর ভাইয়ের গোঙানির শব্দে সুরজ বুঝে যায় কি হয়েছে। সে সঙ্গে সঙ্গে ভাঙা দেওয়ালের ইট কুড়িয়ে হাতির মাথায় সজোরে মারতেই বিপদ বুঝেই দাঁতালটি পালায়। গুরুতর জখম মা ও ভাইকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় সুরজের ভাইয়ের। তার মা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zU4ly1

October 05, 2018 at 09:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top