সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু

সাঁতরাগাছি, ২৩ অক্টোবরঃ সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে আরেকজনেরও। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজে এই ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। জানা গিয়েছে, আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। হাসপাতালে ভরতি আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানিয়েছেন, সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্টের ঘটনায় জখম হয়েছেন ১৪ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা নাগাদ আপ ও ডাউন লোকাল ট্রেন একই সময়ে স্টেশনে ঢুকে পড়ায় এই বিপত্তি। তখন ফুটব্রিজে ওঠার জন্য যাত্রীদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়িতে ফুটব্রিজ থেকে কয়েকজন যাত্রী নিচে পড়ে যান। রেলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q7dJbX

October 23, 2018 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top