ঢাকা, ২৫ অক্টোবর- যারা শুধু জাতীয় দলের খোঁজ রাখেন তাদের কাছে খুব পরিচিত নন সৈয়দ খালেদ আহমেদ। সিলেটের এই পেসারের মাথায় উঠছে এবার টেস্ট ক্যাপ। দেশের ৮৯ থেকে ৯২ তম ক্রিকেটার হিসেবে নাম লেখাতে পারেন এই পেসার। সংখ্যাটা ভিন্ন হলো কারণ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিথুন, নাজমুল হাসান অপু, আরিফুল হক ও খালেদ আহমেদ। প্রথম তিন জনের আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ থাকলেও খালেদ এদিক থেকে আনকোড়া। দেশের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) দল ও এ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আগেই। সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচেও নির্বাচকরা পরখ করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই বোলারকে। জাতীয় ক্রিকেট লিগে আজ বুধবার সিলেট বিভাগের হয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন। ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ জয়ের পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও জিতে নিয়েছেন। পাশাপাশি এ দলের হয়ে লিস্ট এ ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক ছিলেন। আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ মিলেছে খালেদের। প্রথম শ্রেণীর ক্রিকেটে বলার মতো কোনো পরিসংখ্যান না থাকলেও খালেদের রয়েছে গতি ও লেন্থ। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নুর মতে দেশের সেরা তিন গতিময় পেসারদের মধ্যে একজন হলেন খালেদ। তরুণ এই পেসারের জন্ম সিলেট জেলায় ১৯৯২ সালে। খালেদ আহমেদ প্রথম শ্রেণীর ক্রিকেটে সিলেট ডিভিশনের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন যেখানে তার উইকেট সংখ্যা মোট ৪৮টি। এ ছাড়া ২২টি লিস্ট এ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৪টি। সূত্র: আরটিভি অনলাইন আর/০৮:১৪/২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PRyOlD
October 26, 2018 at 05:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top