আফগানিস্তানে নির্বাচনী মিছিলে বিস্ফোরণ, মৃত বেড়ে ২২

কাবুল, ১৪ অক্টোবরঃ আফগানিস্তানে নির্বাচনী মিছিলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। একথা জানিয়েছেন তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র মহম্মদ জাওয়াদ হিজরি।

প্রসঙ্গত, শনিবার তাখার প্রদেশের রুস্তাক জেলায় নির্বাচনী মিছিল করছিলেন আফগান সংসদের সদস্য নাজিফা বেগ। সেই সময় মোটরবাইক বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই নিরাপত্তাকর্মী সহ ১২ জনের। জখম হয়েছেন ৩২ জন। জখমদের হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও ১০ জনের। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে মনে করা হচ্ছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘনি। তিনি জানিয়েছেন, আফগানিস্তানের শত্রুরা চেষ্টা করলেও আফগানদের মানসিক জোর দুর্বল করতে পারবে না। তাঁর দেশ গণতান্ত্রিকভাবেই নির্বাচন করবে।

আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে সংসদীয় নির্বাচন। শনিবারের নির্বাচনী মিছিলে বিস্ফোরণের ঘটনা এনিয়ে তৃতীয়বারের হামলা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OW3vJm

October 14, 2018 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top