চট্রগ্রাম, ২৫ অক্টোবর- ইনজুরি তার ক্যারিয়ারের নিত্যসঙ্গী। এই ইনজুরি তার হাঁটুতে অসংখ্য সেলাইয়ের কারণ হয়েছে। তবু এই ইনজুরিকে সঙ্গী করেই খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ এশিয়া কাপে খেলার সময় ফের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন টাইগার দলপতি। তার উরুতেও সমস্যা আছে। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি। এখন এই অবস্থা নিয়ে খেলা চালিয়ে গেলেও অচিরেই তার ভালো চিকিৎসা দরকার বলে জানালেন মাশরাফি। তারপরও ইনজুরি নিয়ে তৃতীয় ওয়ানডে খেলার কথা জানালেন মাশরাফি। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন তিনি। আমি তো একটা ফরম্যাটেই খেলি। যেভাবে হোক আমি খেলতে চাই। অন্যরা টেস্ট খেলে, ওয়ানডে খেলে, টি-টোয়েন্টি খেলে বা ঘরোয়া ক্রিকেট খেলে। কিন্তু আমার জন্য তো তা না, একটা ফরম্যাটেও যদি রেস্ট নিই তাহলে বিষয়টি কঠিন হয়ে যায়। তিনি আরও বলেন, কিছু ইনজুরির কারণে সমস্যা হচ্ছে না তা নয়। জিম্বাবুয়ে সিরিজের পর চার-পাঁচ সপ্তাহ সময় আছে, তখন রেস্ট নিবো। আসলে আমার ভালো চিকিৎসা দরকার। সেটা পরে দেখা যাবে। এরপরও কোচ, নির্বাচক সবার সঙ্গে আলোচনা করে দেখা যাবে। বর্তমান দল প্রসঙ্গে তিনি বলেন, ব্যাটিংয়ের চার নম্বরে ব্যাকআপ নেই। পাঁচ নম্বরে ব্যাকআপে আপাতত মিঠুন আছে। আল্টিমেটলি ৬-এ রিয়াদ খেলবে। এখন রিয়াদের ব্যাকআপ খুঁজতে হলে নতুন টিম আনতে হবে। বর্তমানে যারা খেলছেন তাদের পজিশন অনুযায়ী আনা যায়। আরিফুল হককে সুযোগ দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে মাশরাফি বলেন, আরিফকে একটি সুযোগ অবশ্যই দেওয়া যায়। আবু হায়দার রনিকেও দেওয়া যায়। যদি সৌম্য ভালো খেলে তাহলে তাকে ৩ নম্বর ও ৭ নম্বরে খেলানো যায়। কারণ তার বোলিং আছে। এমএ/ ১০:১১/ ২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PUV6TF
October 26, 2018 at 04:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top