বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম বলেছেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন রয়েছে তার এক অনন্য উদাহরণ এই সারদীয় দূর্গাপূজা। এখানে সবাই নির্বিগ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য অন্যান্য বছরের চেয়ে এবছর আরো বেশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, সৌহার্দ্য, ভাতৃত্বে এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল মহলের সমন্বয়ে এবারের উৎসব পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি মঙ্গলবার (১৬অক্টোবর) রাতে বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ ও জানাইয়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য নিশিকান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, জানাইয়া গ্রামের প্রবীণ মুরব্বি প্রণয় চক্রবর্তী, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী শিপন, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক পাভেল সামাদ, কার্যনিবাহী সদস্য আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক নূর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পুরান বাজার পূজা মন্ডপ কমিটির সাধারণ চন্দ্র কুমার দাশ, যুগ্ম-সম্পাদক স্বরণ বৈদ্য প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2CmIcKt
October 16, 2018 at 10:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন