উয়েফার নিষেধাজ্ঞার কারণে খেলা হলো দর্শকশূন্য মাঠে। স্বাগতিক ক্রোয়েশিয়ার মতো ইংল্যান্ডও পায়নি গোলের দেখা। উয়েফা নেশন্স লিগে দুই দলের লড়াই শেষ হয়েছে সমতায়। গ্রুপ পর্বে এখন পর্যন্ত জয়হীন থাকল এ লিগের গ্রুপ-৪ এর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে দল দুটি হেরেছিল স্পেনের কাছে। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মাঠে প্রথমার্ধের শেষ দিকে একটুর জন্য এগিয়ে যেতে পারেনি ইংল্যান্ড। ৪৩তম মিনিটে জর্ডান হেন্ডারসনের কর্নারে এরিক ডায়ারের হেড দূরের পোস্টে লেগে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দুই দলই। ৪৯তম মিনিটে লুকা মদ্রিচ-ইভান পেরিসিচের মিলিত প্রচেষ্টা ক্রোয়েশিয়াকে গোল এনে দিতে পারেনি। পরের মিনিটে আবারও দুর্ভাগ্যের শিকার ইংল্যান্ড। এবার হেন্ডারসনের ফ্রি-কিকে হ্যারি কেইনের হেড ক্রসবারে লেগে ফিরে। ৬৬তম মিনিটে আনদ্রেই ক্রামারিচের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় ক্রোয়েশিয়াকে। বাকিটা সময় ইংল্যান্ডও পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। এদিকে গ্রুপ-২ এর ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় বেলজিয়াম। ৫৮তম মিনিটে লুকাকু দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মারিও গাভরানোভিচ। ৮৪তম মিনিটে লুকাকু ফের লক্ষ্যভেদ করলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RL9hvS
October 13, 2018 at 02:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top