অসংখ্য আক্রমণের মাত্র দুটি খুঁজে পেল ঠিকানা। সৌদি আরবের রক্ষণ ভেঙে গাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো পেলেন জালের দেখা। তাদের নৈপুণ্যে প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল। সৌদি আরবে স্বাগতিকদের শুক্রবার রাতে ২-০ গোলে হারিয়েছে তিতের দল। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসুস প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে জাল খুঁজে নেন ইউভেন্তুস ডিফেন্ডার সান্দ্রো। দ্বাদশ মিনিটে লক্ষ্য প্রথম শট নেন নেইমার। তার সেই চেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক। ২৬তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ছয় মিনিট পর শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো। ৪৩তম মিনিটে গোলের অপেক্ষার অবসান ঘটান জেসুস। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস মউরাকে হতাশ করেন সৌদি গোলরক্ষক। এরপর সময় যত গড়িয়েছে অতিথিদের হতাশা তত বাড়িয়েছেন তিনি। আক্রমণগুলো সব যেন খেই হারাচ্ছিল সৌদি আরবের রক্ষণে গিয়ে। ৮৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি আরবের মোহামেদ আল ওয়াইজ। এক জন কমার সুযোগ কাজে লাগায় ব্রাজিল। স্বাগতিকদের চেপে ধরে তিতের শিষ্যরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি নেইমার। ষষ্ঠ মিনিটে নেইমারের কর্নার থেকে ইউভেন্তুসের লেফট ব্যাক সান্দ্রোর দারুণ হেড জড়ায় জালে। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর এনিয়ে টানা তিনটি প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল। এর আগে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/১৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EgVzhD
October 13, 2018 at 02:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন