ঢাকা, ২১ অক্টোবর- শুরুটা দুর্দান্তই ছিল জিম্বাবুয়ের। দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও কেপাস জুয়াও উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করে ফেলেন। তবে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের। ৫২ রানের ব্যবধানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয় টাইগাররা। ১০০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। তবে ষষ্ঠ উইকেটে শেন উইলিয়ামস ও পিটার মুরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, যোগ করেন ৪৫ রান। কিন্তু, মেহেদী হাসান মিরাজ নিজের দ্বিতীয় শিকার বানালেন মুরকে। ২৭২ রানের লক্ষ্যে ১৪৫ রানে ৬ উইকেটে হারিয়ে আরো বিপাকে পড়ে জিম্বাবুয়ে। বিপদ আরো বেড়ে যায় ৩ রানের ব্যবধানেই ডোনাল্ট তিরিপানো ফিরে যাওয়ায়। ২০ রান করে মাভুতা ফিরতে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে এখন পরাজয়ের মুখে। এদিন বাংলাদেশের উইকেট উৎসব শুরু মোস্তাফিজুর রহমানের হাত ধরে। বল করতে এসেই উইকেট তুলে নেন কাটার মাস্টার। ভয়ঙ্কর হয়ে ওঠা জুয়াওকে সরাসরি বোল্ড করেন। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছয়ে ৩৫ রান জুয়াও। এরপর দলীয় ৫৯ রানে ৫ রান করা ব্র্যান্ডন টেইলরকে বোল্ড করেন স্পিনার নাজমুল ইসলাম অপু। সফরকারীরা বড় ধাক্কাটা খায় চার রান বাদেই, দলীয় ৬৩ রানে। ভুল বুঝাবুঝিতে রান আউট হন সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মাসাকাদজা, ব্যক্তিগত ২১ রান করে। ইমরুল কায়েসের দুর্দান্ত থ্রো ধরে উইকেট ভাঙতে একটুও বেগ পেতে হয়নি মুশফিকুর রহিমকে। সেখান থেকে দলের ইনিংস টানার চেষ্টা করেন ক্রেস আরভিন ও সিকান্দার রাজা। তবে দ্বিতীয় স্পেলে এসে অপু নিজের দ্বিতীয় শিকার তুলে নেন ৭ রান করা সিকান্দার রাজাকে বোল্ড করে। ১২ রানের ব্যবধানে ফিরে যান ক্রেইগ আরভিন। প্রথম স্পেলে খুব একটা ভালো করতে পারেননি মিরাজ। তবে দ্বিতীয় স্পেলে ফিরেই উইকেটের দেখে পেলেন তিনি, ক্রেইগ আরভিনকে ফেরালেন বোল্ড করে। বিপর্যয়ের মাঝে ২৪ রান করে যিনি লড়ার চেষ্টা করছিলেন। ম্যাচে মিরাজের প্রথম উইকেট শিকারে আরো ব্যাটফুটে চলে যায় জিম্বাবুয়ে। পানিপানের বিরতির পর ফেরেন মুর। ২ রান করে রানআউট হন ডোনাল্ট তিরিপানোও। মাভুতা ঝড় তোলার চেষ্টা করেও ফিরে গেছেন মিরাজেরই ঘূর্ণিজাদুতে। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের দরকার ৪২ বলে ৯৫ রান। আর বাংলাদেশের দরকার মাত্র দুটি উইকেট। এর আগে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২৭১ রান করে। ইমরুল সর্বোচ্চ ১৪৪ রান করেন। এছাড়া অলরাউন্ডার সাইফউদ্দিন ৫০ ও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৩৭ রান। জিম্বাবুয়ের পক্ষে কাইল জারিভস ৩৭ রানে ৪টি এবং তেন্দাই চাতারা ৫৫ রানে নেন ৩ উইকেট। তথ্যসূত্র: পরিবর্তন এইচ/২১:৫২/২১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q6ZLGJ
October 22, 2018 at 03:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন