কলকাতা, ২ অক্টোবরঃ এবছর বদলে যাচ্ছে তর্পণের সময়। মহালয়ার ভোরের পরবর্তে গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করতে হবে একটু বেলা পর্যন্ত। কারণ পঞ্জিকা অনুযায়ী এবার ভোরবেলায় অমাবস্যা লাগছে না। অমাবস্যা লাগবে বেলা ১০টা ৪৭ মিনিট নাগাদ। আবার বিশুদ্ধ সিন্ধান্তমতে তা শুরু হওয়ার কথা বেল ১১টা ৩২ মিনিটে। ফলে তারপরই প্রথা মতো পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করবে আমজনতা।
সেই হিসাব ধরলে এবারের সময়সূচি অবশ্যই পরিবর্তন হচ্ছে। প্রথা মেনে ভোরে তর্পণ হবে না এবার। বদলে মধ্যাহ্নে গঙ্গার ঘাটে ভিড় দেখা যাবে। তিথি অনুযায়ী পরের দিন সকাল পর্যন্ত অমাবস্যা থাকবে।
মহালয়াকে বলা হয় পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁদের জলদান করা ও শ্রদ্ধা জানানো হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xRjoal
October 02, 2018 at 12:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন