কলকাতা, ০৭ অক্টোবর- দুর্গাপুজো উপলক্ষ্যে রেশন গ্রাহকদের জন্যে ভালো খবর। ভোজ্য তেল, ময়দা, চিনির বিশেষ বরাদ্দ করল খাদ্য দফতর। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা অন্ত্যোদয় ও স্পেশাল প্রায়োরিটি (এসপিপিএইচ) রেশন গ্রাহকরা অক্টোবর-নভেম্বর মাসে এগুলি পাবেন। এই ৬ কোটি ১ লক্ষ এনএফএসএ রেশন গ্রাহকের মধ্যে ওই দুই শ্রেণীর গ্রাহকের সংখ্যা প্রায় সওয়া তিন কোটি। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, উতসবের এই মাসে দু দফায় পরিবার পিছু ০০ গ্রাম করে চিনি ও ময়দা বরাদ্দ করা হয়েছে। দাম পড়বে যথাক্রমে ৩০ ও ২৩ টাকা। দুটি পণ্যের জন্য কিছুটা ভর্তুকি দেওয়া হচ্ছে। কাচ্চি ঘানি সরষের তেলের ৫০০ মিলিলিটার ও এক লিটারের প্যাকেট দেওয়া হবে যথাক্রমে ৫২ ও ১০১ টাকায়। সমপরিমাণ পাম তেলের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৪৮ টাকা ৫০ পয়সা ও ৯৪ টাকা। দুই দফায় পরিবার পিছু এক লিটার করে তেল বরাদ্দ করা হয়েছে। সব পণ্যের জন্য কিছুটা ভর্তুকি দিচ্ছে সরকার। এতে বহু মানুষ উপকৃত হবেন বলেই দাবি। তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৯:৪০/০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C2Gygz
October 08, 2018 at 03:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top